ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। নিহত কামাল হোসেন পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে হানিফ (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন কামাল হোসেন।  

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।