মাদারীপুরের যুবক সাইদুল বেপারী (২২)। স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য লিবিয়ায় গিয়ে বন্দি হোন।
জানা যায়, উন্নত জীবনের আশায় সাত মাস আগে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের শহিদুল বেপারীর ছেলে সাইদুল বেপারী। এরপর লিবিয়ার বন্দিশালায় আটকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মুক্তিপণের ৬০ লাখ টাকা। ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়ে নিঃস্ব সাইদুলের পরিবার।
স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য আদিত্যপুর গ্রামের লালু খানের ছেলে শিপন খান প্রলোভন দেখিয়ে সাইদুলকে লিবিয়া নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। পরে মাফিয়াদের নির্যাতনে মৃত্যু হলে ঘটনা ভিন্নখাতে নিতে গত ১৫ ফেব্রুয়ারি মরদেহ ট্রলারে করে অন্য অভিবাসীদের পাঠানো হয় ইতালি। বহনকারী ট্রলার ইতালি পৌঁছায়। এরপর ২৬ ফেব্রুয়ারি পরিবারের কাছে মৃত্যুর খবর এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিচার দাবি করেন দালালের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্যের চাকা ঘোরাতে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে যুবকের মৃত্যু। আদরের সন্তানের এমন মৃত্যুতে দিশেহারা পরিবার। ঘটনাটি টাকা দিয়ে মীমাংসার জন্য স্থানীয় মাদবররা নিহত সাইদুলের পরিবারকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নিহতের বাবা শহিদুল বেপারী বলেন, আমার ছেলেকে লিবিয়া নিয়ে বন্দি করে রাখেন দালাল শিপন খান। এরপর নির্যাতন করে ধাপে ধাপে ৬০ লাখ টাকা নেন। সাইদুলকে তিনবেলা খাবারও দেওয়া হতো না। একপর্যায়ে মারা গেলে মরদেহ ট্রলারে করে ইতালি পাঠায়। দালাল শিপনের দৃষ্টান্তমূলক বিচার চাই। এমন ঘটনা ভবিষ্যতে যেন শিপন ও তার মতো কোনো দালালরা যেন আর করতে সাহস না পান। ’
প্রতিবেশী সাহাবুদ্দিন বেপারী বলেন, ‘মানুষের কাছ থেকে ধার-দেনা হয়ে, চড়া সুদে টাকা এনে দালালের হাতে তুলে দেওয়া হয় ৬০ লাখ টাকা। কয়েক দফায় এই টাকা নেন শিপন খান। মিথ্যে আশ্বাসে ছেলেকে ইতালি পাঠানোর স্বপ্নে এখন পুরো পরিবার নিঃস্ব। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’
এলাকাবাসী জানায়, মানবপাচার চক্রের সক্রিয় সদস্য শিপন খান দীর্ঘদিন ধরে ইতালির প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে জিম্মি করে এভাবে মুক্তিপণের লাখ লাখ টাকা আদায় করে। পরে পরিবারকে নিঃস্ব করে ফেলে। লিবিয়ার মাফিয়াচক্রের সঙ্গে যোগাযোগে এমন ঘটনা ঘটাচ্ছেন শিপন খান। ’
এদিকে ঘটনাটির মীমাংসা হয়েছে দাবি করে অভিযুক্ত দালাল শিপন খান বলেন, ‘ঘটনাটি মীমাংসা হয়েছে। লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে একটি দুর্ঘটনায় সাইদুলের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘লিবিয়ায় নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআরএস