ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ফেনীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম 

ফেনী: সংবাদ প্রকাশের জের ধরে ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে এ মানববন্ধন হয়।

এতে সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নিয়ে সাংবাদিকরা রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন। হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক হামলাকারীদের নাম প্রকাশ করার পরও কেন এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি এ বিষয়ে সাংবাদিকরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন।  

তারা বলেন, অপরাধী যে হোক না কেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। তারা যে দলেরই হোক না কেন আইনের হাতে সোপর্দ করতে হবে।  

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক সংগ্রামের ফেনী সংবাদদাতা একেএম আবদুর রহীম, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক যায়যায় দিন ও আরটিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ফেনী মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি এম এ সাঈদ খান, ফেনী ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁঞা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুর উল্যাহ কায়সার ও প্রচার সম্পাদক আলাউদ্দিন, ফেনী ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, ইন্ডিপেন্ডেন্ট ভিটির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ কামাল প্রমুখ।  

এছাড়াও মানববন্ধনে সাপ্তাহিক ফেনীর গৌরব প্রকাশক কামাল উদ্দিন ভূঁঞা, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর রবির নির্বাহী সম্পাদক নজির আহমদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এম এ জাফর, দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক দিনকালের ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল, জিটিভির ফেনী প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী, দৈনিক ইনকিলাব ছাগলনাইয়ার প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী মানববন্ধনে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।