ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়াইলে নাশকতা মামলায় আ’লীগের নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নড়াইলে নাশকতা মামলায় আ’লীগের নেতা গ্রেপ্তার মেশকাতুল ওয়াজীন লিটু

নড়াইল: নড়াইল সদর থানায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়াজীন লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার কৃষি ব্যাংকের নিচ থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

মেশকাতুল ওয়াজীন লিটু নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার মৃত আশিকুল ওয়াজীনের ছেলে।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতা মামলায় আওয়ামী লীগের নেতা লিটুকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।