ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচাবাজারে আগুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
মধ্যরাতে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচাবাজারে আগুন

ঢাকা: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে অবস্থিত কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ২টার ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনের ভয়াবহতা দেখে আরও দুটি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। মোট ৮ ইউনিটের প্রচেষ্টায় রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।