ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, চালককে অজ্ঞান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাগুরা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
মাগুরায় যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, চালককে অজ্ঞান অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চালক অনু বিশ্বাস

মাগুরা মহম্মদপুর উপজেলায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মধুমতি নদী ব্রিজ এলাকায়।

চালক অনু বিশ্বাস চাউলিয়া ইউনিয়নের গোয়ালখালী গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অনুর মা আমেনা বেগম বলেন, শুক্রবার সকালে বাড়ি থেকে ইজিবাইকটি নিয়ে মাগুরা-ঢাকা সড়কে যান অনু। ঢাকা রোড এলাকা থেকে তিন যাত্রী দুপুরের দিকে মহম্মদপুর ব্রিজের মাথায় যাবেন বলেন তাকে ভাড়া করেন।  

পথিমধ্যে ওই তিনজন যাত্রী চালক অনুকে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনতাই করে রাস্তার পাশে তাকে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।  
মা আরও বলেন, অনু মাঝে জ্ঞান ফিরে পেলেও আবার অচেতন হয়ে পড়েন।

মাগুরা সদরের বেশ কয়েকটি স্থানে কয়েকদিনের ব্যবধানে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে চালকের চোখ বেঁধে ইজিবাইক ছিনতাই হয়েছে। এছাড়া শহরের সাজিয়াড়ার ডাল, আঠারোখাদা মাঠ, হাসপাতালের সামনে থেকেও  ইজিবাইক ছিনতাই ও  চুরি হয়েছে।

মহম্মদপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন  বলেন, ইজিবাইক ছিনতাই হয়েছে এমন কোন অভিযোগ  পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।