ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়লো মেয়ের বিয়ের চার লাখ টাকাসহ ২০ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬ পিএম, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
আগুনে পুড়লো মেয়ের বিয়ের চার লাখ টাকাসহ ২০ বসতঘর

নীলফামারী: নীলফামারী সদরে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ২০টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এসময় একটি মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমানো চার লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদরের কচুকাটা ও রামনগর ইউনিয়নের সীমানা সংলগ্ন মধ্যবর্তী মাগুরা পাড়ায় ওই অগ্নিকাণ্ড ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মেশিনে দিয়ে ধান মাড়াই করছিলেন এলাকা কয়েকজন। কিন্তু মাড়াই খর জমানো হচ্ছিল ছাই-গোবরের স্তূপে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যা কিছুক্ষণের মধ্যে চারদিকে ছড়িয়ে পরে। এতে পুড়ে ছাই হয়ে যায় সফিয়ার রহমান, সহিদুল্ল্যাহ, মশিউর রহমান, সিরাজুল ইসলাম, সন্তাজ হোসেন, আব্দুল মান্নানের বসতবাড়ি। বাড়িতে থাকা ধান-চাল কিছুই উদ্ধার করতে পারেনি পরিবারগুলো। এই ছয় পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ উদ্দিন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টা সময় লেগেছে।  

আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি জানান, ধান মাড়াইয়ের মেশিন থেকেই আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএএইচ

বাংলাদেশ সময়: ১০:৪৬ পিএম, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।