ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
চুয়াডাঙ্গায় পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা চুয়াডাঙ্গায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর।  

কনিবার (০১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের নিচের বাজার, বড় বাজার, টাউন ফুটবল মাঠ ও কলেজ রোড এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সেমাই তৈরি কারখানা, পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যপ্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করায় মেসার্স খান ফ্লাওয়ার মিলসের আবুল কালাম আজাদকে ১৫ হাজার টাকা, ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স গৌতম স্টোরের মালিক গৌতমকে এক হাজার টাকা, হাসিবের ফলের দোকানকে এক হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে তেল বিক্রি করায় মেসার্স সেলিম স্টোরের মালিক চঞ্চল হোসেনকে দশ হাজার টাকা এবং পণ্যের যথাযথভাবে তথ্য সংযোজন না করা এবং বেশি দামে পণ্য বিক্রির কারণে স্বপ্ন বাজারের মালিক রশিদুল ইসলামরক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অবৈধ মজুদ না করা,  সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার  নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, রফিকুল ইসলাম, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।