ঝিনাইদহ: গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহে পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক তিনজন কর্মচারীকে অব্যাহতি এবং অন্য তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার দুপুরে পৌরসভার অফিস নোটিশে এই নির্দেশনা জারি করা হয়।
সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহ পানি সরবারহ শাখায় শফিউদ্দিন নামের একজন গ্রাহক বিল দিতে যান। তার সাথে কর্মচারীরা বিবাদে লিপ্ত হন। এক পর্যায়ে ওই গ্রাহককে শারিরীকভাবে নির্যাতন করে রক্তাক্ত করেন।
এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির ইমরান, পাম্প মিস্ত্রী খালেকুজ্জামান এবং পাম্ম হাউজ প্রহরী রিপনকে সাময়িক বরখাস্ত করে পৌর কর্তৃপক্ষ।
ওই ঘটনায় হাজিরাভিত্তিক কর্মচারী সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু এবং লিমন হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএইচ