ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘরে মিলল স্ত্রী ও শ্যালিকার মরদেহ, যুবক পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, মার্চ ৩, ২০২৫
ঘরে মিলল স্ত্রী ও শ্যালিকার মরদেহ, যুবক পলাতক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সামিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে খুন করার অভিযোগ উঠেছে।  

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত রওশন আলী মেয়ে যূথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি। ঘটনার পর থেকে সামিউল ইসলাম পলাতক।

পুলিশ জানায়, দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সামিউল ইসলামের সঙ্গে বিয়ে হয় যূথীর। গত দেড় মাস আগে যূথী তার বাবার বাড়িতে আসেন। গত সপ্তাহে সামিউল শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে যূথী ও স্মৃতির মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। আর ঘটনার পর থেকে সামিউল পলাতক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  
ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সামিউলকে ধরার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।