ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

সিংড়া জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
সিংড়া জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড দুপুর দেড়টার দিকে সিংড়া শালবনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে অগ্নিকাণ্ড ঘটে। 

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সিংড়া জাতীয় উদ্যানে (শালবন) অগ্নিকাণ্ড ঘটেছে।  

সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

এতে প্রায় ১৭ একর জমির বেতবাগান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।  

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেমউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুনটা লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে।  

এ বিষয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, দুপুরে বনে টহলরত অবস্থায় বন বিভাগের লোকজন হঠাৎ বেতবাগানে আগুন দেখতে পান। পরে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে, তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, ৮৫৯ দশমিক ৯৩ একর জমির ওপর সিংড়া শালবন। ২০১০ সালে বন বিভাগ এ বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।