ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে। প্রায় ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছিল চক্রটি।
বুধবার (০৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি জানান, সকালের দিকে কাইয়ুম (২৩) নামে এক তরুণ বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেনের মাধ্যমে কমলাপুর রেলস্টেশনে আসেন। তিনি স্বর্ণ নিয়ে তাঁতিবাজারে তার দুলাভাই আলাউদ্দিনের কাছে যাচ্ছিলেন।
স্টেশন থেকে বের হওয়ার সময় পূর্ব-পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাকে ঘিরে ফেলে এবং প্যান্টের পকেটে রাখা স্বর্ণ জোরপূর্বক ছিনতাই করার চেষ্টা করে।
ভুক্তভোগী তরুণের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগিয়ে যান এবং চক্রের দুজনকে গ্রেপ্তার করেন। তারা হলেন, রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)
পুলিশ জানায়, ঘটনার সময় ধস্তাধস্তিতে ভুক্তভোগীর পরিধেয় শার্ট ও প্যান্টের পকেট ছিঁড়ে যায়, তবে ভাগ্যক্রমে তিনি বড় কোনো ক্ষতির শিকার হননি। ছিনতাইয়ের ঘটনা দেখে উপস্থিত জনতা এগিয়ে গেলে চক্রের বাকিরা পালিয়ে যায়।
ভুক্তভোগী তরুণের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এজেডএস/আরএইচ