ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে মৌলভীবাজার হাসপাতাল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
৫০০ শয্যায় উন্নীত হচ্ছে মৌলভীবাজার হাসপাতাল মৌলভীবাজার হাসপাতাল

মৌলভীবাজার: চিকিৎসাসেবায় মৌলভীবাজার জেলার সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতাল। প্রতিদিন ভাড়ছে রোগী ভর্তি ও বহির্বিভাগে রোগীর সংখ্যা।

রোগী ভর্তির পর স্থান সংকুলন ও চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল সংকট থাকায় দীর্ঘদিন থেকে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে আসছে।

সাধারণ মানুষ যাতে চিকিৎসাসেবা পান সে লক্ষ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক হাসপাতালটি ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যা উন্নীত করার লিখিত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। সম্প্রতি হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যা করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানান, জেলায় যোগদানের পর হাসপাতালের শয্যা বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে কয়েকবার চিঠি দেন। সর্বশেষ গত জানুয়ারি মাসে ফের চিঠি দিলে তা প্রধান উপদেষ্টার নজরে আসে।

তিনি আরও বলেন, গত ২২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা থেকে বাড়িয়ে ৫০০ শয্যা করার অনুমোদন দেন।

হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করে জেলা প্রশাসক বলেন, জেলার স্বাস্থ্যসেবার আরও একধাপ উন্নতি ঘটলো। একইসঙ্গে হাসপাতালের ওপর ব্যাপক চাপ কমবে। রোগীরা মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।