ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে একটি গোয়েন্দা সংস্থা গোপন তথ্য ও নজরদারিতে এ যৌথ অভিযান চালানো হয়।
এ সময় হাসপাতাল চত্বর বিভিন্ন ওয়ার্ড থেকে নারী সদস্যসহ এ দালাল চক্রকে আটক করে। যারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল।
গোয়েন্দা সূত্র জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর আজ যৌথ অভিযান চালানো হয়। এতে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর সর্বোচ্চ ৩ মাসসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জনকে আটক করেছিল যৌথ বাহিনী।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এজেডএস/জেএইচ