ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসা নিলেন শ্রমিক আরমান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
ঢামেকে চিকিৎসা নিলেন শ্রমিক আরমান হিজবুত তাহরীরের সদস্যদের হামলায় আহত আরমান আলী

ঢাকা: বায়তুল মোকররমে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যদের হামলায় আহত এক যুবককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই যুবকের নাম আরমান আলী (৩০)।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, জানতে পেরেছিলাম একজন নিরপরাধ রিকশাচালককে সেনাসদস্যরা ধরে ডিবিতে দিয়ে দিয়েছে। পরে ডিবি কার্যালয় থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।  

আরমান আলী বলেন, দুপুরে বাইতুল মোকারম এলাকায় যাই। সেখানে হিজবুত তাহরিরের সদস্যদের দৌড়ানি দিই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং তাকে ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তার বাসা ফকিরাপুলে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) ফারুক জানান, আরমান নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ - এ পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তিকে সংগঠনটির একজনকে মারতে দেখা যায়। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরে অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। এরই মধ্যে ওই যুবককে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিকেল সাড়ে ৫টার পর সেই ব্যক্তির পরিচয় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ’

আগের নিউজ লিংক>> ডিবি অফিস থেকে সেই শ্রমিককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ 

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।