ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মার্চ ৮, ২০২৫
থাইল্যান্ড যাচ্ছেন সিইসি সিইসি এএমএম নাসির উদ্দিন।

ঢাকা: স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

ইসির উপ-সচিব মো. শাহ আলমের ইতোমধ্যে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।



সিইসি তার স্ত্রী এবং কন্যার চিকিৎসার জন্য আগামী ১১ থেকে ১৯ এপ্রিল ৯ দিনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে ভ্রমণ করবেন। সব ব্যয় তিনি নিজেই বহন করবেন। তার স্ত্রী শাহীন ফেরদৌসী, কন্যা তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনিরা সঙ্গে থাকবেন।

পৃথক আরও দুটি অফিস আদেশ থেকে জানা গেছে, ২ থেকে ১৬ মে বা কাছাকাছি যেকোনো সময় ১৫ দিনের জন্য সস্ত্রীক আমেরিকার যাবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ১০ মার্চ থেকে ২৫ মার্চ বা কাছাকাছি যেকোনো সময়ে স্বামীসহ ১৬ দিনের জন্য কাম্বোডিয়া সফরে যাবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ