ঝালকাঠি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠির সেলিম তালুকদারের সদ্যোজাত কন্যা সন্তানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে।
রোববার (০৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবজাতককে দেখতে এসে বিভিন্ন উপহার দেওয়া হয়।
এসময় শহীদ সেলিম তালুকদারের স্ত্রীর হাতে উপহার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এর আগে শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রী সুমি কন্যা সন্তান জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে রোজা।
এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়করা ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, আমরা তার পাশে সব সময় থাকবো এবং তার চিকিৎসা খরচ জেলা প্রশাসন বহন করবে। এই সন্তানের জন্য শুভকামনা রইল।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
আরএ