ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানার ইসলামপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে বোন জামাইয়ের কাঁচির আঘাতে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম রেজা (৪৩)।
রোববার (৯ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম কাপড় ব্যবসায়ী। ছোট বোনের স্বামী সুমনের সঙ্গে টাকা লেনদেন নিয়ে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল সেলিমের। এ নিয়ে শুক্রবার পারিবারিকভাবে মীমাংসার জন্য ইসলামপুরে সেলিমের অফিসে বসা হয়। সেখানে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। হঠাৎ সুমন ওই অফিসে থাকা কাঁচি দিয়ে সেলিমের পেটে আঘাত করেন।
স্বজনরা জানান, আহত অবস্থায় সেলিমকে সঙ্গে সঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
জানা যায়, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বাবার নাম নুরুল হক। বর্তমানে পুরান ঢাকা ইসলামপুরের আশেক লেনে ২/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনরা নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এজেডএস/আরএ