হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএম স্পিনিং মিলস এর তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সায়হাম গ্রুপের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি দাবি করেছে আগুনে তাদের প্রায় ৫শ মেট্রিক টন তুলা পুড়ে গেছে।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার কড়রা এলাকায় অবস্থিত গোডাউনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাকিব উদ্দিন ভূইয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টায় তুলার গোডাউনে হঠাৎ কালো ধোঁয়া দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্পিনিং মিলস এর জেনারেল ম্যানেজার আবুল বাশার জানান, গোডাউনে রক্ষিত প্রায় ৫শ মেট্রিক টন তুলা পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
রাত সাড়ে ১২টায় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাকিব উদ্দিন ভূইয়া আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। দমকল বাহিনীর সদস্যরা গোডাউন থেকে প্রায় ৫ কোটি টাকার তুলা অক্ষতভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিষ্ঠানের মালিকপক্ষ বলতে পারবে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরএ