ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, ১৬ জেলের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, ১৬ জেলের অর্থদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।  

সোমবার (১০ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের এ দণ্ড দেন কমলমগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।

 

দুপুরে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কমলনগরে মেঘনা নদীর বিভিন্ন অংশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬ জন জেলেকে আটক করা হয়। এসময় ১৭০০ কেজি মাছ, চারটি মাছ ধরার ট্রলার ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে চারটি মামলায় প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা।  

জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।