ঢাকা: পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
সোমবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি আমার পিএস এর মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।
সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএস এর মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।
পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাচ্ছি না।
তিনি বলেন, আমি পদত্যাগ করলেও কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকবো।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
জিসিজি/আরআইএস