ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

যশোরে রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, মার্চ ১০, ২০২৫
যশোরে রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

যশোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যশোরে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। ২০১৪ সালের ৯ নভেম্বর মামলাটি দায়ের করেছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পিপি সৈয়দ সাবেরুল হক সাবু।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন অভিযোগ করেছিলেন তারেক রহমান শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

এরপর আদালতের নির্দেশে যশোর কোতয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।

অ্যাডভোকেট সাবেরুল হক সাবু আরও জানান, দীর্ঘ নয় বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে সোমবার বেকসুর খালাস দেন বিচারক শেখ নাজমুল আলম।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।