ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ২ ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, মার্চ ১০, ২০২৫
গাজীপুরে ২ ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা সড়কে শ্রমিকরা

গাজীপুর: বাৎসরিক ছুটির টাকা ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।



পুলিশ ও শ্রমিকরা জানান, চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। প্রতিদিনের মতো সোমবার শ্রমিকরা কাজে যোগ দেয়। একপর্যায়ে তারা কারখানায় কর্তৃপক্ষের কাছে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি করে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের সারা না পেয়ে বিকেলে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকাও দাবি করে। এতে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে ও আশ্বস্ত করলে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পরে বিকেল ৫টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।