ঢাকা: নারী নির্যাতন প্রতিরোধে চালু করা হটলাইনে অপ্রাসঙ্গিক অভিযোগ না করতে অনুরোধ জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ নেওয়া হয়েছে।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যে ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ জানানো হলো।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
জিসিজি/আরএইচ