ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে আলুর ট্রাক‌ উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
টাঙ্গাইলে আলুর ট্রাক‌ উল্টে শ্রমিক নিহত মহাসড়কে উল্টে গেছে ট্রাক

টাঙ্গাইলের মির্জাপু‌রে মহাসড়‌কের ওপর উল্টে পড়া আলুর ট্রাকের সঙ্গে অপর একটি ট্রা‌কের সংঘর্ষে এক শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় ঘটনাস্থ‌লে থাকা গোড়াই হাইও‌য়ে থানার ওসিসহ ছয়জন আহত হ‌য়েছেন।

নিহতের নাম ইলিয়াস। তার বা‌ড়ি রংপুর জেলায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।  আহত‌দের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতা‌লে ভর্তি করা হ‌য়ে‌ছে।  

শুক্রবার দিবাগত রাত ৩টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।  

হাইও‌য়ে পু‌লিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থে‌কে আসা আলুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মহাড়‌কের ওপর উল্টে যায়। খবর পেয়ে ট্রাক উদ্ধার ও আলু অন‌্য ট্রা‌কে তোলা হচ্ছিল। এ সময় পেছন থে‌কে আরেক‌টি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ইলিয়াস না‌মে এক শ্রমিক মারা যায়। এসময় ট্রাকের পা‌শেই থাকা গোড়াই হাইও‌য়ে থানার ও‌সি মাসুদ খান, সা‌র্জেন্ট ও দুই পু‌লিশ সদস‌্যসহ ছয়জন আহত হয়। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।  

গোড়াই হাইও‌য়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) সিরাজ জানান,     

ওসিসহ চারজন পু‌লিশ সদস‌্য আহত হ‌য়ে‌ছে। তা‌দের কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়েছে। এ ঘটনায় এক শ্রমিক মারা গে‌ছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।