ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘এক টাকায় ঈদ বাজার’ পেল শতাধিক পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
সিলেটে ‘এক টাকায় ঈদ বাজার’ পেল শতাধিক পরিবার

সিলেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে আনারস বাগানে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ১৯৯২ সালে এসএসসি উত্তীর্ণদের সংগঠন ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম’।

শনিবার (১৫ মার্চ) দুপুরে গোলাপগঞ্জের লক্ষণাবন্দে ‘এক টাকায় ঈদ বাজার’ দেওয়া হয়েছে।

এতে প্রায় শতাধিক পরিবার এক টাকা দিয়ে ঈদের বাজার করেছেন তারা।

এক টাকায় ঈদ বাজারের মধ্যে ছিল পুরুষদের জন্য লুঙ্গি ও এক প্যাকেট সেমাই। আর নারীদের জন্য ছিল শাড়ি ও এক প্যাকেট সেমাই। বাজার করতে আসা ক্রেতারা এক টাকার বিনিময়ে তাদের পছন্দসই লুঙ্গি-পাঞ্জাবি কিনে নেন।

এদিকে এক টাকায় ঈদ বাজার করতে পেরে খুশি সাধারণ খেটে খাওয়া মানুষরা। তারা বলেন, যেকোনো উৎসব পার্বণে নতুন কাপড় কেনা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই এক টাকায় এ ঈদের বাজার করতে পেরে আনন্দিত আমরা।

আয়োজক মলয় দত্ত মিঠু বলেন, সমাজের খেটে খাওয়া মানুষেরা সব সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না, অনেকেরই সেমাই কেনার মতো টাকাও থাকে না। তাই খেটে খাওয়া মানুষদের ঈদ আনন্দ বর্ণিল করতেই এমন আয়োজন করা হয়েছে।  

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ইকরামুল কবির ইকু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজার) সভাপতি আশরাফুল কবির।  

উপস্থিত ছিলেন- শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু, সদস্য মলয় দত্ত মিঠু, আশোক দাস, নিহার কান্তি রায়, সঞ্জিব দত্ত টিটু, ধীমান কান্তি দে, উত্তম পাল সনি, আব্দুর রব রুবেল (স্বত্বাধিকারী আলভিনা গার্ডেন), লক্ষ্মীপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. বশির উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

মূলত এলাকার অসহায় দরিদ্র মানুষ এক টাকার বিনিময়ে ঈদ বাজার কিনে নেন। আর এভাবে ঈদের বাজার করতে এসে খুশি এলাকার অসহায় দরিদ্র মানুষ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।