ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পল্লবী মিরপুর-১১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডের ২৩ নম্বর বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালে নিহতের মেয়ে জুঁই আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুরনাকালকাপুর গ্রামে। বর্তমানে মিরপুর-১১ নম্বর সেকশন ২৩ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। সকালে মিরপুরের পল্লবীতে মা ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। ৫ নম্বর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ