সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।
সোমাবার (১৭ মার্চ) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান এ প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা বলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও আদালতের কর্মচারীদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং আদালত অঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য যেকোনো অনিয়মের বিরুদ্ধে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি বদ্ধপরিকর। সেজন্য ৬ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় একাধিক আলোচ্যসূচির মধ্যে আদালতের কতিপয় কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তে কর্মচারীদের ঘুষ বা উৎকোচ আদান-প্রদান সংক্রান্ত কার্যকরী কমিটিতে কোনো সিদ্ধান্ত বা রেজুলেশন গৃহীত হয়নি। তবে একটি কুচক্রীমহল বিষয়টি ঘোলা করার জন্য আদালত অঙ্গনে বা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে যা আদৌ সত্য নয়।
তারা আরও বলেন, আমরা দুর্নীতি বন্ধ করার জন্যই এই উদ্যোগ নিয়েছিলাম। আদালতের সঙ্গে আমরা আইনজীবীরাও দুর্নীতির বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে আছি। বিষয়টি নিয়ে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের কথা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ