ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

নাটোরে সাবেক সেই এসপি ফের কারাগারে, অভিযোগ গঠনের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
নাটোরে সাবেক সেই এসপি ফের কারাগারে, অভিযোগ গঠনের নির্দেশ

নাটোরে স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত আলোচিত সেই পুলিশ সুপার এস এম ফজলুল হককে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আগামী দুই মাস পর ওই পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হলেও আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও জেলহাজতে পাঠানো হয়। এর আগে আজ বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আদালতে হাজির করা হয়।

এসময় ফজলুলের এক হাতে হাতকড়া পরানো ছিল। এছাড়া আদালত চত্বরের নিরাপত্তায় কোর্ট পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মোস্তফা কামাল, সদর থানার ওসি মাহাবুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। এরপর তার স্ত্রীর করা নির্যাতনের মামলায় সরাসরি তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় তিনি মাস্ক পরে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। তার পক্ষে আইনজীবী সোহেল রানা বক্তব্য দেন। তবে তিনি জামিনের আবেদন করেননি।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, গত ১১ মার্চ স্ত্রীর দায়ের করা মামলায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিমের আদালতে হাজির হন তিনি। ওইদিন বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় গণমাধ্যমকর্মীরা তার ছবি ও ফুটেজ তুলতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল হক গণমাধ্যমের ক্যামেরার ওপর চড়াও হন। এ নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায় আদালত চত্বরসহ আশপাশের এলাকায়। পাশাপাশি এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়। এ ঘটনায় ওই দিনই স্থানীয় এক সাংবাদিক বাদী হয়ে নাটোর সদর থানায় সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, আগামী দুই মাস পর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে আবারও বিশেষ নিরাপত্তায় পুলিশ ভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় সাংবাদিকরা তার ছবি ও ভিডিও করেন। তাতে কেউ বাধা দেননি। আজ কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। তাকে নিরাপদে আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর স্ত্রী মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন, পরকীয়াসহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এর পর পুলিশ সুপার ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়।

** স্ত্রীর করা মামলায় সাবেক এসপি কারাগারে

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।