ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক রক্তাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক রক্তাক্ত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পৃথক সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পর আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে এনেছে বিজিবি। তাদের মধ্যে একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিএসএফ।

পরে ওই তিন বাংলাদেশি নাগরিকের নামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তেঁতুলিয়া মডেল থানায় দুটি মামলা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত এ ঘটনা দুটি ঘটলে রাতেই বিজিবি বাদী হয়ে মামলা দুটি করেন।

অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তিরা হলেন-জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আতিকুর রহমান (৩২), পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে মাসুম ইসলাম (১৮) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে উৎসব চন্দ্র রায় (২১)।

এর মধ্যে আতিকুর রহমানকে নির্যাতনের পর ফেরত দিয়েছে বিএসএফ। ডান হাতে ও মুখে জখম নিয়ে আতিকুর তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে তাকে তেতুঁলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশ জানায়, সোমবার গভীররাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত তেঁতুলিয়ার রনচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ২ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে আতিকুরসহ চার বাংলাদেশি ইসলামপুর নামক এলাকায় অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেন। এসময় বিএসএফের কালামগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিলে বাকিরা পালিয়ে এলেও আতিকুর বিএসএফের হাতে আটক হন। পরে তাকে বেধরক মারধর করা হয় বলে জানা গেছে।  

একই দিন বিকেলে উপজেলার বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ডিউটির সিগন্যাল উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতের ফুলবাড়ি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেন মাসুম ইসলাম ও উৎসব চন্দ্র রায়। এসময় তাদের আটক করেন বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা। রাতেই বিজিবির বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার ও বিএসএফের ফুলবাড়ি কোম্পানি কমান্ডারের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। আলোচনা সাপেক্ষে বাংলাদেশে তাদের ফেরত আনা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, বিজিবির পক্ষ থেকে রাতেই দুটি মামলা করা হয়েছে। আসামিদের মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আদালতে তোলা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।