ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম

নীলফামারী: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।  

বুধবার দুপুরে (১৯ মার্চ) তিনি রেলকারখানায় এসে প্রতিটি শপ ঘুরে দেখেন এবং ঈদের কোচ নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় পশ্চিমাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ ও কারখানার কার্যব্যবস্থাপক (ডাব্লিউএম) মমতাজুল ইসলামসহ রেলের অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম রেলওয়ে কারখানার বিভিন্ন শপ (উপ-কারখানা) ঘুরে দেখেন এবং কাজে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ যে কোচগুলো বের হবে এসবের অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি কাজের মান নিয়ে প্রশংসা করেন এবং কারখানার কর্মকর্তা-শ্রমিকদের ধন্যবাদ জানান।  

রেলওয়ে কারখানার ডিএস জানান, ঈদু ফিতর উপলক্ষে ১২০ কোচসহ অতিরিক্ত অতিরিক্ত আরও ২৬ কোচ মেরামত করে যাত্রী পরিবহনে প্রস্তত করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ কোচ ইতোমধ্যে ডিভিশনকে হস্তান্তর করা হয়েছে। শ্রমিক-কর্মচারী সঙ্কটেও অতিরিক্ত কাজ করে এসব কোচ মেরামত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।