ঢাকা: রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রমজান ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এ অভিযান শুরু হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন খাবার উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা করছে র্যাব-১।
অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমএমআই/এমজেএফ