ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনায় অস্ত্র নিয়ে মহড়া, গুলি-ককটেল নিক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
খুলনায় অস্ত্র নিয়ে মহড়া, গুলি-ককটেল নিক্ষেপ পড়ে থাকা গুলির খোসা

খুলনা:খুলনা সদর থানার ব্যস্ততম সাত রাস্তার মোড়ে একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছে। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানা গেছে।

শুক্রবার (২১মার্চ) রাত ১১টার দিকে প্রায় অর্ধশত  মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে অনেকে।

এ সময় ঘটনাস্থলে পিস্তলের তিনটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।  

ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।