ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে শিশুদের জন্য বিনা টিকিটে পার্ক খোলা রাখার নির্দেশ ডিএনসিসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, মার্চ ২২, ২০২৫
স্বাধীনতা দিবসে শিশুদের জন্য বিনা টিকিটে পার্ক খোলা রাখার নির্দেশ ডিএনসিসির

ঢাকা: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় সব শিশুপার্ক সকাল সন্ধ্যা বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে ডিএনসিসি।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান ইতোমধ্যে ডিএনসিসির আওতায় শিশুপার্কগুলোতে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সব শিশুপার্ক শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।