পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে হাবিব বলেন, দেশি-বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিণত না হয় এজন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কিছুই সম্ভব না। তারেক রহমানের নির্দেশ এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
শনিবার (২২ মার্চ) বিকেলে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের আমতলা মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
আরএ