ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: ব্রি. জেনারেল খোরশেদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: ব্রি. জেনারেল খোরশেদ 

সিরাজগঞ্জ: ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, তেমনি জুলাই বিপ্লবে আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে।  

রোববার (২৩ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে আয়োজিক এক ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে।  

এতে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম বলেন, এ ইফতার মাহফিল কোনো আনুষ্ঠানিকতা নয়। এটি তাদের বীরত্বের প্রতি সম্মান ও মর্যাদা দেওয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির ও অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।
ইফতার ও দোয়া মাহফিলে জুলাই২৪ - এর সিরাজগঞ্জের আহতদের মধ্যে ৪৭ জন অংশ নেন এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।