ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা উপত্যকায় কয়েকশ বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘ভয়েস ফর প্যালেস্টাইন’ নামের শ্রমজীবীদের একটি সংগঠন।

কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বর্জন এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতাকে বিশ্ব জনমতের মুখে ঠাঁই দিতে না দেওয়ারও দাবি জানানো হয়।  

সোমবার (২৪ মার্চ) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবাশের আয়োজন করে বসুন্ধরা আবাসিকে বিভিন্ন পেশায় কর্মরত শ্রমজীবী মানুষদের নিয়ে গঠিত সংগঠন ‘ভয়েস ফর প্যালেস্টাইন’। মিছিলটি প্রগতি সরণির বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বসুন্ধরা গেটে এসে শেষ হয়।

ভয়েস ফর প্যালেস্টাইনের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বলেন, যুদ্ধবিরতি থাকার পরও ইসরায়েল ফিলিস্তিনে আমাদের ভাইদের ওপর যে বর্বরোচিত হামলা করেছে, এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। ইসরায়েলের এই হামলায় কয়েকশ মানুষ মারা গেছে, যাদের সবাই বেসামরিক।

তিনি বলেন, এই হামলার পরও ইসরায়েলের নেতানিয়াহুর মধ্যে কোনো প্রকার অনুশোচনাবোধ নেই। সে বলছে এটা মাত্র শুরু। আমাদের অবস্থান পরিষ্কার করছি যে আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে। পাশাপাশি দখলদার ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থান।  

মামুনুর রশীদ বলেন, আমরা সবাই বসুন্ধরা এলাকার বিভিন্ন পেশায় কর্মরত শ্রমজীবী মানুষ। আমরা শ্রমজীবী মনে করছি আমাদের অবস্থান থেকে আমাদের কথা বলা উচিত। আমরা সবাই মিলে যদি এই ইসরায়েলের হামলার বিষয়ে কথা বলি, তা বহির্বিশ্বে জনমত তৈরিতে সহযোগিতা করবে।  

ইসরায়েলি পণ্য বর্জনের ওপর জোর দিয়ে ‘ভয়েস ফর প্যালেস্টাইন’র আহ্বায়ক বলেন, ঢাকা শহরেই ইসরায়েলের যে পরিমাণ পণ্য বিক্রি হয়! এটি শুধুমাত্র ইসরায়েলকে শক্তিশালী করছে। আমরা যত মিছিল করি যাই করি, ইসরায়েলকে যদি আর্থিকভাবে সহযোগিতা করতে থাকি, তাহলে আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ষা করা যাবে না। সুতরাং আমাদের কাজ হবে বাংলাদেশ থেকে একবারে সব ইসরায়েলি পণ্য বয়কট করা। আমরা এখানে শ্রমজীবী ভাইয়েরা ডেলিভারির কাজে নিয়োজিত আছি, আমরা এখন থেকে কোনো প্রকার ইসরায়েলি পণ্য ডেলিভারি করব না।  

এ সময় প্রতিবাদ সমাবেশে বসুন্ধরা আবাসিক এলাকার দোকানকর্মী, নির্মাণশ্রমিক ও ডেলিভারিম্যানসহ বিভিন্ন পেশায় কর্মরত শ্রমজীবীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
ইএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।