ঢাকা, শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

জাতীয়

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।  

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে হ্যাগ নিট ওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন।

 

পুলিশ জানায়, কামরাঙ্গীচালা এলাকায় হ্যাগ নিট ওয়্যার কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি করে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না। এক পর্যায়ে মঙ্গলবার সকালে ওই কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে তালা দেখতে পায়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। খবর পেয়ে গাজীপুর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম জানান, শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু করে।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।