মাদারীপুরে দেহ ব্যবসার অভিযোগে আবাসিক ভবন থেকে চার নারী ও পাঁচ পুরুষকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে ‘আকন্দ ভিলা’ থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ভবনের তিনতলায় রুম ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল কয়েকজন নারী। বিষয়টি নজরে এলে তাদের আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ এসে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চার নারী ও পাঁচ যুবককে থানায় নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকায় চার নারীসহ আটক নয়জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার তাদের আদালতে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরএ