লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
বাংলানিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
উপজেলা প্রশাসন জানায়, মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ১২ জেলেকে আটক করে জাটকা নিধন করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১২টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় তিন মণ জাটকা, প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরএ