ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, মার্চ ২৭, ২০২৫
কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার  সংগৃহীত ছবি

খুলনা: খুলনার কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে মায়ের খাল এলাকা থেকে এই হরিণের মাংসসহ নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মাংস ফেলে পালিয়ে যায় শিকারিরা।

বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা সকাল ১০টায় নিয়মিত টহল শুরু করি। সকাল ১১টার দিকে নদীর পাশ দিয়ে একটি ডিঙি নৌকা দেখতে পাই। নৌকাটি দেখে সন্দেহ হলে আমরা থামার সংকেত দিতেই নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের ৫০ কেজি হরিণের মাংস পেয়েছি।  

এ ব্যাপারে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।