ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৪ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৪ বাংলাদেশি

ঢাকা: লিবিয়া থেকে আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।  বৃহস্পতিবার (২৭ ম‌ার্চ) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটযোগে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।