ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুল চিকিৎসায় শাকিবা আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ মার্চ) কসবা পৌর শহরের নতুন বাজারে অবস্থিত বেসরকারি জমজম হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত শাকিবা আক্তার উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকার বাচ্চু মিয়ার মেয়ে ও পৌর শহরের গঙ্গানগর গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। প্রসূতির মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতালের লোকজন পালিয়ে গেলে হাসপাতালে ভাঙচুর চালায় প্রসূতির স্বজন ও স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত প্রসূতির পরিবার জানায়, শুক্রবার সকালে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় শাকিবাকে জমজম হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার সিজার করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি কন্যা সন্তান প্রসব হয়। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পর তার শরীর নিস্তেজ হতে থাকে। পরিবারের লোকজন হাসপাতল কর্তৃপক্ষ ও চিকিৎসককে খবর দিলে তারা তার মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন। পরে বিকেল ৫টার দিকে উত্তেজিত স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভাঙচুর চালায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরবি