মেহেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের কচুইখালি গ্রামের সভাপতি তোফায়েল হোসেন খোকন (৪৮) ও ৬ নং ওয়ার্ড কড়ইগাছি বামন্দী গ্রামের কৃষক লীগের সভাপতি আবু বকর।
গাংনী থানা পুলিশের পৃথক দুটি টিম শুক্রবার (২৮ মার্চ) রাতে ও বিকেলের দিকে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে কৃষকলীগের সভাপতি আবু বক্করকে শুক্রবার বিকেলে আদালতে নিলে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন আদালতের বিজ্ঞ বিচারক। এছাড়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি তোফায়েলকে আজ শনিবার কালের দিকে আদালতে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসএএইচ