ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যমুনা সেতু‌তে ২৪ ঘণ্টায় পার হলো ৯১৬৩টি মোটরসাইকেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
যমুনা সেতু‌তে ২৪ ঘণ্টায় পার হলো ৯১৬৩টি মোটরসাইকেল! ঢাকা-টাঙ্গ‌াইল-যমুনা সেতু মহাসড়‌ক

টাঙ্গ‌াইল: ঢাকা-টাঙ্গ‌াইল-যমুনা সেতু মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ নেই। অনেক অং‌শে ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়ক।

ফ‌লে এবার ঈদযাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানু‌ষের।  

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এর বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি।  

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদি‌কে মহাসড়‌কে গণপরিবহ‌নের সংক‌টে ঈদে ঘ‌রে ফেরা মানুষজনের ভরসা খোলা ট্রাক ও পিকআপভ্যান। এতে ঝুঁকি থাক‌লেও বাধ‌্য হ‌য়ে যে‌তে হচ্ছে যাত্রী‌দের। ত‌বে বরাবরের মতোই বাড়‌তি ভাড়া নেওয়ার অভি‌যোগ যাত্রীদের।  

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কের সা‌র্ভিস লেন খু‌লে দেওয়ায় চার‌লে‌নের সু‌বিধা পাওয়ায় যানজটের সৃ‌ষ্টি হয়‌নি।  

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, মহাসড়‌কে প‌রিবহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে কোথাও যানজট বা চাপ নেই।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।