ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পুরোদমে চলছে ডিএনসিসির উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি 

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
পুরোদমে চলছে ডিএনসিসির উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি 

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বড় ঈদ জামাত আয়োজন করা হচ্ছে।

এরই মধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ। সিলিং ফ্যান, মুভিং ফ্যান ও সাউন্ড সিস্টেমের কাজ চলছে পুরোদমে। কাজ প্রায় শেষ পর্যায়ে।

শনিবার (২৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরাতন বাণিজ্য মেলার মাঠে বড় ঈদ জামাত আয়োজনস্থল ঘুরে এমন চিত্র দেখা যায়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বাংলানিউজকে জানান, ঈদের জামাত ৪৬ হাজার স্কয়ার ফুট প্যান্ডেলে হবে।

প্যান্ডেলের বাইরে কার্পেট ও নামাজের বিছানা ব্যবস্থা থাকবে। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকছে। একসঙ্গে অন্তত ১০০ জন পুরুষ ও ৫০ জন নারী অজু করতে পারবে সেই ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, পার্কিংয়ের জন্য চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্যবস্থা করা হয়েছে। ছয়টি নিরাপত্তা গেট থাকবে যেটার মধ্যদিয়ে সবাই প্রবেশ করবে। ডিএমপি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।

ঈদ আনন্দ মিছিলের বিষয়ে তিনি বলেন, ঘোড়ার গাড়ি ১৫টি সুসজ্জিত স্কোয়াড ঘোড়া ৫টি মোঘল ও সুলতানি আমলের ইতিহাস সম্বলিত পাপেট ১০টি ব্যান্ড পার্টি ১৫০টি ঈদ শুভেচ্ছা ও সচেতনতা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ১০০০ বাচ্চার খেলার সামগ্রী  (সংখ্যা আরও বাড়তে পারে, কমবে না)।

এছাড়া ঈদ মেলা অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী। প্রায় ১০০টি স্টল থাকবে। নাগরদোলা ও শিশুদের জন্য অন্যান্য খেলার সামগ্রী থাকবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের ইমাম থাকবেন ক্বারী গোলাম মোস্তফা ও বিকল্প ইমাম মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী। এদিন সকাল ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের ঈদের জামাতের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই বছর প্রথম ঈদ আনন্দ উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। পুরাতন বাণিজ্যমেলার মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ঈদের জামাতে ১০ হাজার মানুষের অংশগ্রহণের জন্য প্যান্ডেল প্রস্তুত করা হচ্ছে। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হচ্ছে। অজু করার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত আছে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ বছরই প্রথমবারের মতো ঈদ আনন্দ উৎসব আয়োজন করছে ডিএনসিসি। ঈদ আনন্দ উৎসব ডিএনসিসি আয়োজন করলেও বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া সহযোগিতায় রয়েছে ডিএমপি, ইসলামিক ফাউন্ডেশন, পিডব্লিউডি ও ঢাকা ওয়াসা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।