গাইবান্ধা: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল এক টাকার বাজার। এখানে মাত্র এক টাকা দিয়ে মিলেছে ১৮ ধরনের নিত্যপণ্য।
এতে ছিল দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, বাঁধাকপি, বেগুন, লবণসহ ১৮টি নিত্য প্রয়োজনীয় পণ্য।
জেলার মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য শনিবার (২৯ মার্চ) বিকেলে জেলা শহরের ডিবি সড়ক ঘেঁষে অবস্থিত স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বাজারের আয়োজন করা হয়। ‘আমাদের গাইবান্ধা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।
আয়োজিত এ বাজারে গাইবান্ধা শহর ও আশপাশের ২৫০ জন দরিদ্র নারী-পুরুষ এক টাকায় এসব জিনিস কিনে নেন। আর ক্রেতাদের হাতে পণ্য তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ‘আমাদের গাইবান্ধা’র সভাপতি সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাবভির রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনটির উপদেষ্টারা এবং সদস্যরা।
এক টাকার বাজারের সুবিধাভোগীরা জানান, এক টাকা দিয়ে অনেকগুলো বাজার পেয়েছেন তারা। এটা সত্যিই তাদের কাছে খুব আনন্দের। কেননা, এক টাকায় ঈদের প্রায় বাজার হয়ে গেছে। এমন বাজারের আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশও করেন তারা।
আয়োজকরা জানান, ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনের সদস্যরা শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়েন। মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে অসহায় ব্যক্তিদের জন্য কিছু একটা করার মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। এবার নিয়ে পঞ্চমবারের মতো দুস্থ মানুষের মধ্যে এক টাকা প্রতীকী মূল্যে পণ্য বিতরণের কর্মসূচি পালন করলেন তারা।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসআরএস