ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।  

রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), তার মেয়ে মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)।

এ ঘটনায় আহত হয়েছেন দিলরুবার আরেক মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের বৈশাখী মোড়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন ও তিনজনকে ওয়ার্ডে ভর্তি করার পরেই আরও একজন মারা যায় বাকি দুইজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

নিহত দিলরুবার ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার বোন স্বামী মানিক মিয়াসহ ময়মনসিংহ শহরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আমার বোনের তিন মেয়ে। তাদের সঙ্গে আমার মা ছিলেন। ঈদ করার জন্য আজ সকালে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে আমার মা, ছোট বোন এবং দুই ভাগ্নি মারা গেছে। বড় ভাগ্নি মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।