মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুর পরিবারের সদস্যদের জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম (২৯ মার্চ) শনিবার শিশুটির মা আয়েশা বেগমের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নতুন কাপড়সহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাহাবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, শিশুটির বড় বোড় হামিদা খাতুন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শুরু থেকেই আছিয়ার পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ রাখছেন তারা। ভবিষ্যতে যা অব্যাহত থাকবে।
মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ অতিদুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার হয়ে শিশুটির মৃত্যুর পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় পাশে আছি। শিশুটির পরিবারের খোঁজ খবর রাখছি। অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা করছি। পবিত্র ঈদুল ফিতরের ঈদের উপহার দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
এই চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকাউক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার চার্জ গঠনের প্রায় শেষের পথে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। হিটু শেখসহ মামলার চার আসামি কারাগারে রয়েছে।
প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ বুধবার রাতে ৮ বছরের ওই শিশু নির্যাতনের শিকার হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ সে মারা যায়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেছেন শিশুটির মা আয়েশা আক্তার।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএ