বরিশাল: বরিশাল নগরের ধান গবেষণা এলাকায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন হাওলাদার (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারদের মধ্যে মো. সাদ্দাম হাওলাদার (৩০) বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডেরে ধান গবেষণা রোড এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে এবং মো. কাইয়ুম মুন্সী (৪৫) একই এলাকার মোতালেব মুন্সীর ছেলে।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
এরআগে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন রায়পুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাদ্দাম হাওলাদারকে এবং ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন কলেজপাড়া এলাকা থেকে মো. কাইয়ুম মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হাওলাদারসহ অন্যান্য আসামিরা ভিকটিম সুজন হাওলাদারকে শত্রুতার জেরে গত ১৫ মার্চ দুপুরে পরিকল্পিতভাবে মোবাইলে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে সুজনকে গাছের সঙ্গে দুই হাত-পা বেঁধে লাঠি ও ইট দিয়ে আঘাত করে এবং মারপিট করে। বিষয়টি থানা পুলিশের সদস্যরা জানতে পেরে স্থানীয়দের সহায়তায় সুজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুজন হাওলাদারের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মনির হাওলাদার (৫৫) বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তবে বিষয়টি র্যাবের নজরে আসলে তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ছায়াতদন্ত শুরু করে। ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমএস/জেএইচ